দিনাজপুরে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ১২টার দিকে জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক মো. মোকাররম হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের করে। মিছিলটি লিলির মোড়ের কাছাকাছি পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি পুনরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোকাররম হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান উজ্জল, আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ সুমন প্রমুখ। সমাবেশে বক্তারা পুলিশি বাধার নিন্দা জানিয়ে বলেন, বাধা দিয়ে বিএনপিকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। আগামী দিনে প্রতিটি কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের দাবি জানান বক্তারা। এমদাদুল হক মিলন/এএম/পিআর