কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর ফুলবাড়ী সীমান্তে চোরাকারবারী ও বিজিবির মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। রোববার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল ইসলাম শালু জানান, রোববার বিকেলে চর ফুলবাড়ী সীমান্তে আর্ন্তজাতিক সিমান্ত পিলারের কাছে মাদক ব্যবসায়ীরা রাখালের ছদ্মবেশে নো-ম্যানসল্যান্ডে যান। এ সময় হিজলামারী ক্যাম্পের ৫ সদস্যের বিজিবি টহলদল বাধা দিলে চোরাকারবারীরা বিজিবির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিজিবির ল্যান্স নায়েক কার্জেন (২৫) ও বিজিবি জোয়ান মিরাজসহ (২৪) চর নতুন বন্দর গ্রামের মতিয়ার রহমান (৪৫) ও শফিকুল ইসলাম সরকার (৪২) আহত হন।জামালপুর বিজিবির ৩৫-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাকারবারীরা সীমান্তে বিভিন্ন পরিচয়ে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। ডিউটিরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তাদের ওপর হামলা করা হয়।নাজমুল হোসেন/এএম/জেআইএম