দেশজুড়ে

সিরাজগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জ কারাগারে মাজেম আলী (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত মাজেম আলী (৪৫) শাহজাদপুর উপজেলার রেশমবাড়ি গ্রামের বাসিন্দা ও পেশায় দুগ্ধ খামারি ছিলেন। সিরাজগঞ্জ জেল সুপার আল মামুন জানান, ওই খামারি প্রায় সাড়ে ১৪ লাখ টাকার ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় ২০১৩ ও ২০১৪ সালে দুইটি মামলায় আদালতে তার এক বছর তিন মাসের সাজা হয়। গত ১৫ নভেম্বর শাহজাদপুর থানা পুলিশ তাকে ওই দুইটি মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠায়। তিনি অ্যাজমা ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকালে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর