দেশজুড়ে

আন্দোলনের মুখে বড়পুকুরিয়া কয়লা খনির উত্তোলন বন্ধ

চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। শ্রমিকদের আন্দোলনের ফলে বন্ধ রয়েছে খনির কয়লা উত্তোলন। দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছে শ্রমিকরা। শ্রমিকরা জানিয়েছেন, কয়লা খনিতে ১ হাজার ৪১ জন শ্রমিক অস্থায়ী ভিত্তিতে মাত্র গড়ে ৩০০ টাকা দিন হাজিরায় কাজ করেন। জীবনের ঝুঁকি নিয়ে ১৩০০ ফুট গভীরে গিয়ে তাদের কয়লা উত্তোলন করতে হয়। এতে অনেক ক্ষেত্রেই তারা আহত হন। আর ওই স্বল্প বেতনে সংসার চালানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। সে কারণে তারা ২০১১ সাল থেকে তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছেন। গত বছরের ১৪ জানুয়ারি তাদের দাবি মেনে নেয়ার কথা বলা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়েই রোববার দুপুরে তারা আংশিক অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করে। সোমবার সকাল থেকেই তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছে। অবস্থান ধর্মঘটে তারা খনির ভূগর্ভের ভিতরে, ভূগর্ভের ওপরে এবং খনির গেটে অবস্থান কর্মসূচি পালন করছে। এ সময় তাদের দাবি মেনে নিতে বিক্ষোভ করে। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তাই বাধ্য হয়েই তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছে। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।কয়লা খনির জিএম (মাইনিং) সাইফুল ইসলাম সরকার, এটি সামান্য একটি বিষয়। শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে। কয়লা উত্তোলন বন্ধ রয়েছে বিষয়টি স্বীকার করে তিনি জানান, দুই একদিন কয়লা উত্তোলন বন্ধ থাকলেও সরবরাহের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ডেপুটি মার্কেটিং (সেলস) জাফর সাদিক জানান, শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা চলছে। অচিরেই এই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি। এমদাদুল হক মিলন/এআরএ/জেআইএম