বান্দরবানের বন্যহাতির আক্রমণে আবুল কাসেম (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সুয়ালক ইউনিয়নে ভাগ্যকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম ভাগ্যকূলের তোরাব আলীর ছেলে। এ সময় বন্য হাতির তান্ডবে স্থানীয় কৃষকদের শস্যক্ষেতও নষ্ট হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাংলাই জানান, বিকেলে নামাজ শেষ করার পরে আবুল কাসেমসহ কয়েকজন মসজিদের সামনের রাস্তায় হাঁটাহাটি করছিলেন। এসময় বন্য হাতির দল পাহাড়ের বন থেকে নেমে অতর্কিত আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই আবুল কাশেমের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো তিনজন।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এসএইচএ/পিআর