দেশজুড়ে

স্বাধীনতায় অবিশ্বাসীরাই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে : ডিআইজি

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত তারাই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় গত ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলায় নিহত পুলিশের দুই সদস্য ও এক গৃহবধূর নামে একাকায় পৃথক তিনটি সড়কের নামকরণের ফলক উন্মোচন শেষে ডিআইজি সাংবাদিকদের এসব কথা বলেন। কিশোরগঞ্জ পৌরসভা এ তিনটি সড়ক নির্মাণ করছে।মাহফুজুল হক নূরুজ্জামান বলেন, সরকার উৎখাতসহ সকল ষড়যন্ত্র এরই মধ্যে নস্যাৎ করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে শীর্ষ জঙ্গিরা ধরা পড়েছে। অনেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। তিনি আরও বলেন, সরকারের তৎপরতায় এরই মধ্যে জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে। স্বাধীনতা বিরোধীদের বিচার হচ্ছে। তাই এ দেশে জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো স্থান হবে না।এ সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হক এবং গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের নামে তিনটি সড়কের ফলক উন্মোচন করেন ডিআইজি। নূর মোহাম্মদ/আরএআর/পিআর