দেশজুড়ে

শরীয়তপুরে উন্নয়ন মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড়

শরীয়তপুরে উন্নয়ন মেলার শেষ দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে দেখা গেছে। শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া উপজেলা প্রশাসন জেলার ৬টি উপজেলা চত্বরে এ মেলার আয়োজন করে। মেলাগুলো ঘুরে দেখা গেছে, নির্বাচন কমিশন, ওজোপাডিকো, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন এনজিও ফোরাম, সড়ক ও জনপদ, বাংলাদেশ রেলওয়েসহ সকল বিভাগীয় দফতরের স্টলে পূর্ণ ছিল মেলার চত্বর। সাধারণ মানুষ, সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে ধারণা নেন এসব স্টল থেকে। সোমবার, মঙ্গলবার এই দুই দিনের চেয়ে আজ বুধবার শেষদিনে মেলাগুলোতে দর্শনার্থী বেশি দেখা গেছে। তাছাড়া মেলাগুলোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন দর্শনার্থীরা।ছগির হোসেন/এফএ/পিআর