খেলাধুলা

টাঙ্গাইল জেলা ক্রিকেট দল গ্রুপ চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলা ক্রিকেট দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জামালপুর জেলা ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়।টসে জিতে জামালপুর জেলা ক্রিকেট দল আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ঘন কুশায়ার কারণে মাঠে খেলা একটু দেরিতে শুরু হওয়ায় নির্ধারিত ৫০ ওভারের খেলা কমিয়ে ৩৮ ওভারে নির্ধারণ করে দেন আম্পায়াররা। প্রথমে ব্যাট করতে নেমে জামালপুর জেলা দল ৩৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১০৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান সংগ্রহ করে পার্থ।টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছে আলী ওমর রিফতা ও সহ-অধিনায়ক আদনান খান। খেলোয়াড়রা হলেন- নাসিউল হক সানী, মুসফিক রনি, জুনায়েদ সিদ্দিকী, মুহিত খান সকাল, অর্ণব সিদ্দিকী, রাফিদ খান, সাফায়েত উল্লাহ, রাশেদুল হক, আফজাল হোসেন, আবু সুফিয়ান, মিজানুর রহমান, পার্থ চন্দ্র শীল, জসিম উদ্দিন ও নেকজামান।আরিফ উর রহমান টগর/এনইউ/এমএস