রাজবাড়ী জেলার গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক অাব্দুল মান্নান (৩০) নিহত হয়েছেন।বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কয়েক যাত্রী অাহত হন। অাহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।নিহত অটোরিকশা চালক মান্নান গোয়ালন্দ পৌর এলাকার নিলু শেখের পাড়ার বাসিন্দা।গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসঅাই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রুবেলুর রহমান/এফএ/জেআইএম