টাঙ্গাইলের মির্জাপুরে সাইকেল কিনে না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে আনোয়ার হোসেন নামে এক মাদরাসাছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে এ ঘটনা ঘটে।আনোয়ার হোসেন বাঁশতৈল গ্রামের আবুল মিয়ার ছেলে। সে বাঁশতৈল হাজী মইজ উদ্দিন দাখিল মাদরাসার অষ্টম শ্র্রেণির ছাত্র ছিল।পুলিশ ও এলাকাবাসী জানান, আনোয়ার হোসেন বাবা আবুল মিয়ার কাছে একটি সাইকেল কিনে চায়। দরিদ্র বাবা তাকে সাইকেল কিনে দিতে না পারায় সে বাড়ির লোকজনের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। বুধবার রাতে খাবার খেয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথাকাটাকাটি করে নিজ ঘরে ঘুমাতে যায়। রাতের যে কোনো সময় আনোয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে আনোয়ারের উঠতে দেরি হওয়ায় বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে আনোয়ারকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে মরদেহ উদ্ধার করে মির্জাপুর থানায় পাঠানো হয়েছে। এস এম এরশাদ/আরএআর/আরআইপি