দেশজুড়ে

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক নিহত

মেহেরপুর গাংনী উপজেলার কেশবনগর গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে হাসিবুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শিশুদের ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট বিরোধে দুই পরিবারের মধ্যে মারামারি ঠেকাতে গেলে তিনি মারাত্মক জখম হন। এরপর তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গ্রামের খেলার মাঠে ক্রিকেট খেলা নিয়ে ইনামুলের ছেলে তৌফিক ও কুদ্দুসের ছেলে সুরজের গণ্ডগোল হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যার সময় পুনরায় কুদ্দুস ও ইনামুলের পরিবারের মধ্যে গণ্ডগোল শুরু হয়। প্রতিবেশী হাসিবুল ইসলাম গণ্ডগোল থামাতে গেলে ইনামুলের ভাতিজা দুখু মিয়া একটি ধারালো হেঁসো দিয়ে হাসিবুলের ঘাড়ে কোপ দেয়। এতে হাসিবুল গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসিবুলের চাচাতো ভাই আব্দুল লতিফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে থানায় খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নেয়া হবে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রমজান আলীর ছেলে উজ্জল,আনারুল ইসলামের ছেলে মিলন ও ইয়াজুদ্দীনের স্ত্রী সানুয়ারা খাতুন। এমজেড/এমএস