দেশজুড়ে

ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু

‘তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গায়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়’ পল্লী কবি জসীম উদ্দীনের সেই উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে গত দুই যুগ ধরে সারা দেশের লক্ষাধিক উৎসব প্রিয় মানুষ মিলিত হয় জসীম পল্লী মেলায়।ফরিদপুর শহরতলীর অম্বিকাপুরে কবির বাড়ির সামনে কুমার নদের তীরে জসীম উদ্যানে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে জসীম পল্লী মেলা। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে কবির জন্ম বার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।ইতোমধ্যেই মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলাকে ঘিরে সার্কাস, পুতুল নাচ, মৃত্যুকুপ (মোটর সাইকেল খেলা), নাগরদোলাসহ থাকছে দেড়শত স্টল। গ্রামীণ সাংস্কৃতির নানা উপাদান প্রদর্শন ও বিভিন্ন রকমের পণ্য সামগ্রীসহ দেশি খাবারের দোকান বসছে মেলাটিতে। প্রতি দিনই সন্ধ্যার পর থেকে মেলা প্রাঙ্গণে জসীম মঞ্চে স্থানীয় ও অন্য জেলাগুলোর নাট্যদল, গানের দল ও সাহিত্য সংগঠনগুলোর মনোরম পরিবেশনা থাকছে জসীম পল্লী মেলাতে। পল্লী কবির ১১৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৩ জানুয়ারি বিকেলে মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি বেগম উম্মে সালমা তানজিয়া বলেন, আবহমান পল্লী বাংলার রমণীয় প্রাকৃতিক সৌন্দর্যকে সাহিত্যে অসাধারণ শৈলীতে নিপুনভাবে তুলে ধরেছেন যে ক্ষণজন্মা পুরুষ তিনি পল্লী কবি জসীম উদ্দীন। বিগতদিনের ন্যায় এবছরও কবির জন্মবার্ষিকী উপলক্ষে মেলার অায়োজন করা হয়েছে। মেলাকে ঘিরে উৎসব মুখর পরিবেশ ধরে রাখতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।তরুন/এফএ/এমএস