দেশজুড়ে

পাবনা সুগার মিলের সভাপতি ইব্রাহিম, সম্পাদক উজ্জল

পাবনা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় শ্রমিকলীগের নেতা ইব্রাহিম হোসেন সভাপতি এবং আশরাফুজ্জামান উজ্জল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ইব্রাহিম ২৬৩ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবু আলম পেয়েছেন ১৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আশরাফুজ্জামান উজ্জল পেয়েছেন ৪৫০ ভোট এবং তার নিকটতম আহমদ ঈদ পেয়েছেন ১৮০ ভোট। এছাড়া সহ-সভাপতি আব্দল মান্নান ১৭৮, নিকটতম ইমদাদুল হক ১৪০, সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ৩৪২, নিকটতম রবিউল ইসলাম ১৮১, সাংগঠনিক সম্পাদক আয়নুল হক ৩৮১, নিকটতম জাহিদ হোসেন ২৪২, কোষাধ্যক্ষ পদে আকবর বিশ্বাস ২৩১ ও নিকটতম আব্দুল ওহাব ১৮১ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন তৌহিদা বেগম, আব্দুল খালেক, রিপন ও আব্দুল মান্নান।  আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস