ব্রাহ্মণবাড়িয়ায় হালিমা (২৩) নামে এক গৃহবধূর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার লোকনাথ দিঘির পাড়স্থ সেবা ক্লিনিকে এ ভাঙচুর চালান রোগীর স্বজনরা। নিহত হালিমা জেলার কসবা উপজেলার রাজবল্লভপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।ঘটনার প্রত্যক্ষদর্শী ও সেবা ক্লিনিকে আসা এক রোগীর স্বজন শাহানা বেগম জাগো নিউজকে জানান, বুধবার সন্ধ্যায় হালিমার সিজারিয়ান অস্ত্রোপচার করেন সেবা ক্লিনিকের চিকিৎসক খালেদা আক্তার। আমি নিজে অস্ত্রোপচার কক্ষে উপস্থিত ছিলাম, চিকিৎসকের কোনো ভুল ছিল না। হালিমার পেট থেকে জমজ দুই শিশুকে বের করতে গিয়ে এক শিশুর একটি পা ভেঙে যায়। বৃহস্পতিবার সকালে হালিমার অবস্থা সঙ্কটাপন্ন থাকায় ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। এরপর দুপুরের দিকে হালিমার মৃত্যু হলে রাতে তার স্বজনরাসহ বেশ কয়েকজন ক্লিনিকে এসে একটি কক্ষ ভাঙচুর করেন। এসময় রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঢাকার শমরিতা হাসপাতালে হালিমার মৃত্যু হয়েছে। এ নিয়ে হালিমার স্বজনরা সেবা ক্লিনিকে গিয়ে একটি কক্ষ ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হালিমার জন্ম দেয়া দুটি শিশু সুস্থ্য আছে বলেও জানান তিনি।আজিজুল সঞ্চয়/এফএ/এমএস