পটুয়াখালীর কুয়াকাটায় শনিবার থেকে শুরু হতে যাচ্ছে বিচ কার্নিভাল- ২০১৭। ১৯৯৮ সালে পর্যটন কেন্দ্র ঘোষিত হয় কুয়াকাটা। কুয়াকাটাকে বিশ্ববাসীর কাছে আরও মোহনীয় করে তুলতে আয়োজন করা হয়েছে এ কার্নিভালের।কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, “মেতে উঠুন উৎসবে, আনন্দ ও উল্লাসে-উপভোগ করুন স্ব-পরিবারে” এই শ্লোগান নিয়ে কুয়াকাটায় প্রথম বারের মত বিচ কার্নিভাল উদযাপন উপলক্ষে পর্যটকদের মন কাড়তে পর্যটন নগরী কুয়াকাটা সেজেছে বর্ণিল সাজে। তিনদিন ব্যাপী এ কার্নিভালকে সফল করতে কুয়াকাটা সৈকতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অরেঞ্জ থ্রি সিক্সটি লি. নির্বাহী পরিচালক সাব্বির হোসেন জানান, ইতোমধ্যে শেষ হয়েছে ব্র্যান্ডিং ও আলোকসজ্জার কাজ। এখন চলছে মঞ্চ তৈরি। আগামীকাল সকালে কার্নিভালের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাসেদ খান মেনন। কার্নিভালে প্রতিদিনই পর্যটকদের জন্য থাকছে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, হাডুডু, দাড়িয়াবান্ধা, ভলিবল, ঘুড়ি উৎসব, বিভিন্ন রাইড, বারবিকিউ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, কার্নিভাল উপলক্ষে পর্যটকদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে হোটেল-মোটেল। ইতোমধ্যে প্রায় সকল হোটেলেই বুকিং সম্পন্ন হয়েছে।কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এ.এস.পি মীর মসিউর রহমান বলেন, পর্যটকদের সকল ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ।বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এ কার্নিভালে যোগ দিয়ে পর্যটকরা অনাবিল আনন্দ উপভোগ করবেন বলে আশা করেন সংশ্লিষ্টরা।মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস