ক্যাম্পাস

নোবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াড

সপ্তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব শুক্রবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিক পর্বের প্রায় ৩০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সমিতির আঞ্চলিক আহ্বায়ক নোবিপ্রবি অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, নোবিপ্রবি অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ ও বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন  কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা। মিজানুর রহমান/এআরএ/পিআর