দেশজুড়ে

সিরাজগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে খাইয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনীতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় বিষয়টি জানাজানি হলে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধারের পর থানা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পৌর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রেলওয়ে কলোনীর ব্যবসায়ী শাহাদত হোসেন ও ১৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন পলাতক রয়েছে। নির্যাতিত শিশুটির ফুফু দুলালী খাতুন জানান, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন ও তার শিষ্য যুবলীগ নেতা রুবেল প্রতি রাতে জোরপূর্বক তাদের বাড়িতে গিয়ে ইয়াবা সেবন করতো। বাধা দিলে তাদের গ্রামছাড়া করা হবে বলে হুমকি দেয়া হতো। এ অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে শাহাদত ও রুবেল তাদের বাড়িতে ইয়াবা সেবন করতে যায়। সেবনের এক পর্যায়ে তার মাকে এবং ছোট ভাইকে কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়। খাওয়ার পর তার মা ও তার ছোট অজ্ঞান হয়ে পড়ে। এসময় শিশুটিকে শাহাদত হোসেন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরদিন সকালে মাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি গোপন রাখলেও শনিবার দুপুরে শিশুটির শরীরের প্রচন্ড ব্যথা সৃষ্টি হলে পরিবারের সকলকে জানায়। ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানা শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টাকারীর শাস্তি দাবি জানিয়ে বলেন, প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতা শাহাদত এলাকায় ক্রাইমের রাজত্ব সৃষ্টি করেছে। এলাকায় মাদকসহ সকল অপকর্ম নিয়ন্ত্রণ করছে। এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ট হলেও ভয়ে মুখ খুলতে সাহস পায় না। সিরাজগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, শিশুটি ও তার দাদীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে শাহাদত ও রুবেল ধর্ষণের চেষ্ট করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত দুইজনকে আটকের চেষ্টা চলছে।ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি