নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধকল্যাণ সমিতি আই হসপিটাল পরিদর্শন করেছেন লায়ন ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিকজুন চেয়ারপারসন ও ইমরান গ্রুপের চেয়ারম্যান লায়ন মো. জুনাব আলী। শনিবার বিকেলে তিনি হসপিটালটি পরিদর্শন করেন।এ উপলক্ষে হসপিটালের সভাকক্ষে অন্ধকল্যাণ সমিতির কার্যকরী সভাপতি ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, হসপিটালের প্রকল্প পরিচালক ও মাইজদী শহর সমাজ সেবা কর্মকর্তা আবদুর রহমান, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কাজী মো. রফিক উল্যাহ, হসপিটালের যুগ্ম-সম্পাদক মুক্তিযোদ্ধা মো.ইউনুছ, পরিচালক ডা. আলতাফ হোসাইন শরীপ। স্বাগত বক্তব্য রাখেন হসিপটালের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া। লায়ন মো. জুনাব আলী তার বক্তব্যে অঁজো পাড়া গাঁয়ে অন্ধ জনে আলো দেয়ার ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক মানের এ রকম একটি চক্ষু হসপিটাল নির্মাণে সরকারের সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের এ মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় আরে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন দুলাল প্রমুখ।প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর ও সোনাইমুড়ী অন্ধকল্যাণ সমিতির অংশীদারিত্বের ভিত্তিতে হসপিটালটি স্থাপিত হয়েছে। মিজানুর রহমান/এআরএ/আরআইপি