জেলার সদর উপজেলায় আগুনে পুড়ে আব্দুল বেপারী (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার ফতুল্লার পিলকুনী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহত আব্দুল বেপারী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার বানারী গ্রামের আমিনুল বেপারীর ছেলে। তিনি ঢাকার বেগম বাজারে কাপড়ের ব্যবসা করতেন।আব্দুল বেপারী তার সন্তানদের নিয়ে পিলকুনী এলাকায় সিরাজুল বেপারীর জমি ভাড়া নিয়ে তিনটি টিনের ঘর তৈরি করে বসবাস করতেন। সকাল ৬টার দিকে ঘরে আগুন ধরে যায়। এ সময় ঘর থেকে অন্য সবাই বের হতে পারলেও আব্দুল বেপারী বের হতে পারেননি। আগুন নিভানোর পর ঘরের ভিতর থেকে আব্দুল বেপারীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেননি।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এসএইচএ/আরআইপি