ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার সকালে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে সে ধরনের আশঙ্কার কোনো কারণ নেই। এটা স্থানীয় নির্বাচন কাজেই দলীয় কোনো স্লোগান বা নেতৃত্ব এখানে থাকবে না। সেটা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। কাজেই যদি মিটিং মিছিল করে আর সেটা গণ-অসন্তোষ তৈরি করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আমরা বাঁধা দেবো।বিএ/এমএস