দেশজুড়ে

পটুয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি

পটুয়াখালীতে কলেজছাত্র মাহাবুবুর রহমান মুসা হত্যা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এদিকে কলেজছাত্র হত্যাকাণ্ডে জড়িতদের নাম প্রকাশ করে সংবাদ প্রকাশ হওয়ায় স্থানীয় সাংবাদিক ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি বিলাস দাসকে হত্যার হুমকি দিয়েছেন জেলা ছাত্রলীগের একাধিক নেতা। এ ঘটনায় রোববার দুপুরে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।রোববার দুপুর ১২টায় পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কালোব্যাজ ধারণ করে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সহপাঠী ও নিহতের স্বজনসহ এলাকাবাসী। এ সময় মাহবুবুরের হত্যাকারীদের আগামী তিনদিনের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ ঘটনায় নিহত মাহবুবুরের বাবা ইউসুফ প্যাদা বাদী হয়ে শনিবার পটুয়াখালী সদর থানায় হত্যা মামলা করেন।মামলায় টাউন জৈনকাঠি এলাকার জুলফু বয়াতির ছেলে আল-আমিন (২২), একতা সড়কের মশিউর রহমানের ছেলে বাপ্পি (২২), গোরস্থান রোডের হালিম গাজীর ছেলে জহির রায়হান (২৪), নিউমার্কেটের মুরগি ব্যবসায়ীর ছেলে মিরাজ (২২), চরপাড়া গ্রামের অভি (২৩), একতা সড়ক এলাকার বাসিন্দা মিজানসহ (৩০) অজ্ঞাত আট-নয়জনকে আসামি করা হয়।প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌর শহরের নিউমার্কেট গোলচত্বর এলাকায় কলেজছাত্র মো. মাহাবুবুর রহমান মুসাকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী।মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর