দেশজুড়ে

খানসামায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতার নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছে খানসামা উপজেলা সদর উন্নয়ন বাস্তবায়ন কমিটি। একই সঙ্গে আগামী ২৬ জানুয়ারি মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।রোববার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে খানসামা উপজেলা সদর উন্নয়ন বাস্তবায়ন কমিটির এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উন্নয়ন বাস্তবায়ন কমিটির সদস্য শফিক আহম্মেদ পরাগ।লিখিত বক্তব্যে তিনি বলেন, খানসামাবাসীর প্রাণের দাবি খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের বিষয়টি উপেক্ষা করে পররাষ্ট্রমন্ত্রী এমএইচ মাহমুদ আলী নিজের ভাগিনাকে গত কয়েক দিন আগে যে কলেজে চাকরি দিয়েছেন। সেই কলেজ জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। যা খানসামাবাসী মেনে নিতে পারছে না। তার এই ঘোষণার প্রতিবাদে খানসামাবাসী আন্দোলন-সংগ্রাম করছে। পররাষ্ট্রমন্ত্রীর আত্মীয়করণের সিদ্ধান্তে  ফুঁসছে খানসামার সাধারণ মানুষ।সংবাদ সম্মেলনে বলা হয়, খানসামা-চিরিরবন্দরের মানুষ জানে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এবং তার ছোট ভাই শামীম এলাকার উন্নয়নে কোনো অবদান না রাখলেও নিজেদের ভাগ্যোর উন্নয়ন করছেন ঠিকই। খানসামার মানুষ এবং দলীয় নেতাকর্মীরা আজ পদে পদে লাঞ্ছিত হচ্ছেন্। মন্ত্রী এবং তার ছোট ভাই শামীমের বিরুদ্ধে কেউ কোনো ধরনের মন্তব্য করতেই সাহস পান না। পররাষ্ট্রমন্ত্রী এবং তার ছোট শামীমের অপকর্মের কারণেই খানসামাবাসী ফুঁসে উঠেছে।এ সময় সংবাদ সম্মেলনে খানসামা উপজেলা সদর উন্নয়ন বাস্তবায়ন কমিটির সদস্য নজরুল  ইসলাম, সোহানুর রহমান মো. রুমেনুর রহমান, মাহমুদুল হাসান, সৈকত শাহ ও জয়নাল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।এমদাদুল হক মিলন/আরএআর/পিআর