দেশজুড়ে

পত্মীতলায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নওগাঁর পত্মীতলায় অটোচার্জার ভ্যান চালককে হত্যা করেছে ইজিবাইকটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পত্মীতলা উপজেলা সদরের নজিপুর পৌর এলাকার পুইয়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইজিবাইক চালকের নাম রফিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার পত্মীতলা গ্রামের মৃত ইমার আলীর ছেলে। পত্মীতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রফিক জানায়, রফিকুল ইসলাম শুক্রবার রাত ১১টার দিকে তার ইজিবাইকে ৫ জন যাত্রী নিয়ে নজিপুর বাসস্ট্যান্ড হতে মহাদেবপুর যাওয়ার পথে নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পুইয়া নামক স্থানে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তারা রফিকুলের ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। শনিবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বিকেল ৩টায় নিহতের স্ত্রী নাজমা বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।এমএএস/পিআর