দেশজুড়ে

বিচারকদের আবাসনের জন্য চার মাসের মধ্যে প্রকল্প : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চিফ জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের আবাসন সমস্যা সমাধানের জন্য চার মাসের মধ্যে একটি প্রকল্প তৈরি করে একনেকে পাঠানো হবে।রোববার বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন নিগার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তফা কামাল, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম মহিউদ্দিন, পিপি অ্যাড. আব্দুস সালাম, আইনজীবী সমিতির সভাপতি খলিলুর রহমান প্রমুখ।তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতাই হচ্ছে দেশ পরিচালনার মূল মন্ত্র। বিচার বিভাগের স্বাধীনতা, দায়িত্ববোধ ও গণতন্ত্র রক্ষার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর।আনিসুল হক বলেন, সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে প্রবাসীদের মধ্যে দুঃখ কিংবা দ্বিধা-দ্বন্দ্বের কথা শুনছি। আমি তাদের সঙ্গে কথা বলব। নিশ্চয়তা দিতে চাই, প্রবাসীদের অধিকার সংরক্ষণে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে আইনজীবীদের বসার জন্য একটি ভবনে নির্মাণের ঘোষণা দেন তিনি।বি.এম খোরশেদ/এমএএস/পিআর