সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফকে ব্যঙ্গ করে ছবি পোস্টের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার রসরাজ দাসের (৩০) জামিন মঞ্জুর করেছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদনের শুনানি শেষে সোমবার বেলা ১১টার দিকে বিচারক মো. ইসমাঈল হোসেন রসরাজের জামিন মঞ্জুর করেন। পুলিশ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত জামিন বহাল থাকবে।আদালতে রসরাজের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবী মো. নাসির মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাড. এস.এম ইউসূফ।রসরাজের আইনজীবী মো. নাসির মিয়া জানান, রসরাজের উপস্থিতিতেই আদালতে জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। পিবিআই’র দেয়া ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী রসরাজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধর্মীয় অবমাননাকর সেই ছবি পোস্টের কোনো আলামত পাওয়া যায়নি।আদালত সবদিক বিবেচনা করে পরবর্তী পুলিশ প্রতিবেদন আদালতে দাখিল না হওয়া পর্যন্ত রসরাজের জামিন মঞ্জুর করেছেন।এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী এস.এম ইউসূফ জাগো নিউজকে জানান, রসরাজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ঘটনায় বিভিন্ন তদন্তে বেরিয়ে এসেছে যে রসরাজ ষড়যন্ত্রের শিকার। রসরাজ এটার সঙ্গে যুক্ত না এবং তার দ্বারা ফেসবুকে এ ধর্মীয় অবমাননার ছবি ছড়ানো সম্ভব নয়। আমরাও চাইছিলাম আজ (সোমবার) রসরাজের জামিন হোক। প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় পুলিশের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার হন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)।পরে ৮ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রসরাজের জামিনের শুনানি হয়। তবে ওই সময় আদালত রসরাজের জামিন নামঞ্জুর করেন। এরপর ২ ডিসেম্বর জামিন আবেদনের পর জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে ৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। ওইদিন আদালত রসরাজের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।আজিজুল সঞ্চয়/এফএ/এমএস