গণমাধ্যম

নাট্যচক্র পদক পেলেন সিরাজগঞ্জের দুই সাংবাদিক

সিরাজগঞ্জের অন্যতম নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘নাট্যচক্র’র ১৬ বছর পূর্তি উৎসবে নাট্যচক্র পদক পেলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪ ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধিসহ দুই সাংবাদিক। নাট্যচক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন নাট্য আন্দোলনে জড়িত থাকার স্বীকৃতি স্বরূপ তাদের এই পদক দেয়া হলো।পদকপ্রাপ্তরা হলেন- নাট্যচক্রের এক সময়ের সক্রিয় কর্মী দৈনিক কলম সৈনিকের যুগ্ম-সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সময়ের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস এবং দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ও জাগো নিউজ২৪ ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু। নাট্যচক্রের ১৬ বছর পূর্তি উৎসব উপলক্ষে রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে আলোচনা সভা, নাট্যচক্র পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম হোসেন আলী হাসান দুই সাংবাদিকের হাতে নাট্যচক্র পদক-২০১৭ তুলে দেন। এছাড়াও একই অনুষ্ঠানে নাট্যচক্রের আরও তিন সদস্যকে এই পদক দেয়া হয়।  ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস