শহীদ এম মনসুর আলীকে বঙ্গবন্ধুর যোগ্য সহচর উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে সবসময় পাশে থেকেছেন শহীদ এম মনসুর আলী।তিনি বলেন, বাঙালি জাতির চেতনার ধারক এই নেতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুর পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।সোমবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সোনামুখী হাইস্কুল মাঠে ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অনন্য সাধারণ ব্যক্তিত্ব, তুখোড় রাজনীতিবিদ, বাংলার মাটি ও মানুষের নেতা এম মনসুর আলী বৃহত্তর পাবনার জনগণের কাছে তিনি ‘ক্যাপ্টেন সাব’ নামে পরিচিত ছিলেন। সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক। ক্যাপ্টেন এম মনসুর আলীর রেখে যাওয়া আদর্শের পথ ধরে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। শহিদ এম মনসুর আলী স্মৃতি সংসদের আয়োজিত সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।এ ছাড়া বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে কাজিপুরে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।দ্বিতীয় দিন মঙ্গলবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। শহীদ এম মনসুর আলী ১৯১৭ সালের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কুড়িপাড়া জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়।ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম