দেশজুড়ে

সাতক্ষীরার সীমান্ত এলাকায় ৪০ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারত যাওয়ার সময় সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে ৪০ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। বিজিবির সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার নাসির উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।আটকদের মধ্যে ২০ জন পুরুষ, ১২ নারী ও ৮ শিশু রয়েছে। তারা বরিশাল, বাগেরহাট ও খুলনা অঞ্চলের নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।নাসির উদ্দিন আরও বলেন, আটকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে পাসোপোর্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।এসএইচএ/এমএস