পরমাণু চুক্তি নাগালের মধ্যেই রয়েছে মন্তব্য করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব। এ ইস্যুতে আলোচনার অন্য পক্ষ ছয় জাতি গোষ্ঠীকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে বলে তিনি উল্লেখ করেন।শনিবার সাংবাদিকদের সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব এবং আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে না এমন কিছু নেই। তবে এ জন্য আলোচনার অন্য পক্ষকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।ড. রুহানি বলেন, ইরানের নীতি ও কাঠামো এবং সুনির্দিষ্ট সীমার মধ্যে থেকে আলোচনা ও চুক্তি করার বিষয়ে তেহরানের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে। সুইজারল্যান্ডের লোসেন শহরে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার সর্বশেষ পরমাণু আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। এবারের আলোচনায় মতপার্থক্যের মধ্যেও দু`পক্ষ কিছু অভিন্ন ইস্যু পেয়েছে যার ভিত্তিতে একটি চূড়ান্ত চুক্তি হতে পারে। তবে এখনো কিছু ইস্যুতে দু`পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ড. রুহানি বলেন, সর্বশেষ আলোচনায় বিদ্যুমান মতপার্থক্যও হয়ত নিরসন করা যেত কিন্তু দু`পক্ষই মনে করেছে এ বিষয়ে আরও একটু সময় নেয়া যায় এবং এ জন্য কয়েক দিনের মধ্যে আবার আলোচনা শুরু হবে। তিনি জানান, চূড়ান্ত চুক্তির বিষয়ে দু`পক্ষ পদক্ষেপ নিতে যাচ্ছে সে কারণে আগামী দিনগুলোতে আলোচনা আরও কঠিন ও জটিল হবে।বিএ/আরআইপি