দেশজুড়ে

সিংড়ায় দুটি প্রতিষ্ঠানের মালিককে সাজা

নাটোরের সিংড়ায় পৃথক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা ও মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে সিংড়ার পাবনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি ও সেবা মেডিকেল কমপ্লেক্স নামের দুইটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।র‌্যাব-৫ এর সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন জানান, গোপন সেংবাদের ভিত্তিতে সিংড়া বাজারের পাবনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি ও সেবা মেডিকেল কমপ্লেক্স নামের দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে পাবনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির বৈধ কাগজ পত্র না থাকায় প্রতিষ্ঠানের মালিক মমতাজ উদ্দিনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও সেবা মেডিকেল কমপ্লেক্স নামের একটি বে-সরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে তাদের বৈধ কাগজ পত্র না থাকা এবং সেখানেও নোংরা পরিবেশে চিকিৎসার নামে জনগণের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানের মালিক হারুন অর রশীদের তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।রেজাউল করিম রেজা/আরএআর/আরআইপি