ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেফতার হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অাদালতের বিচারক শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্রথম দফায় পাঁচদিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার আদালতে ফের ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বুধবার আদালত শুনানির দিন ধার্য করেন। এরপর দুপুরে বিচারক শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।আজিজুল সঞ্চয়/এফএ/পিআর