সিরাজগঞ্জ শহরের নাফিস আবাসিক হোটেল থেকে পতিতাবৃত্তির অভিযোগে ৮ নারীকে আটক করা হয়েছে। আটকদের ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্রেনজন চাম্বুগং এ আদেশ দেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় নাফিস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ৮ নারীকে আটক করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের নাফিস হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলে আসছিল। বুধবার দুপুরে নাফিস হোটেলে অভিযান চালিয়ে ওই ৮ নারীকে আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের ১৫ দিনের সাজা দেন। হোটেলটি বন্ধ ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম