সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশকে আঘাত করে পালিয়ে যাওয়া আসামি শফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার দিঘীরপাড় গ্রামের একটি পরিত্যক্ত পাকা ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল দিঘীরপাড় গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে। স্থানীয় মানিক নামের এক যুবকের আত্মহত্যার প্ররোচণা মামলার এজাহারভুক্ত আসামি শফিকুল।স্থানীয়রা জানান, তাহিরপুর থানার অধীনস্থ বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) চম্পক দাম একদল পুলিশ নিয়ে বুধবার সন্ধ্যায় শফিকুলকে বাদাঘাট বাজার থেকে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে আসেন। এসময় ফাঁড়িতে দায়িত্বরত পুলিশকে আঘাত করে হাতকড়াসহ পালিয়ে যায় শফিকুল। বিষয়টি জানাজানি হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধরের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে দিঘীরপাড় গ্রামের একটি পরিত্যক্ত পাকা ঘর থেকে ফের তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) চম্পক দাম বলেন, গ্রেফতার শফিকুলকে ফাঁড়িতে রেখে পোশাক পরিবর্তন করতে গেলে ডিউটিরত পুলিশ কনস্টেবল শাহরিয়ারকে ধাক্কা মেরে সে পালিয়ে যায়। তবে তাকে হাতকড়া পড়ানো হয়নি।তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধর বলেন, গ্রেফতার শফিকুল পালিয়েছিল, তবে হাতকড়াসহ নয়। রাতেই অভিযান চালিয়ে ফের তাকে গ্রেফতার করা হয়েছে। রাজু আহমেদ রমজান/আরএআর/আরআইপি