দেশজুড়ে

নাটোরে ৩ ক্লিনিককে ৬ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নাটোর শহরের ৩ ক্লিনিকে অভিযান চালিয়ে ৬ লাখ ৭৫ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের হরিশপুর এলাকায় আল সান হাসপাতালে অভিযান চালায়।এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ এবং পর্যাপ্ত ডাক্তার না থাকায় হাসপাতাল মালিক শহিদুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারোয়ার আলম এ জরিমানা করেন।এছাড়া একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার, সদর হাসপাতাল চত্বর এলাকায় বিসমিল্লাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।অভিযানে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মঞ্জুর আহমেদ, র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।রেজাউল করিম রেজা/এএম/এমএস