দেশজুড়ে

রাজবাড়ীতে ৩ হাজার মানুষকে স্বাস্থসেবা প্রদান

জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ট্রিড হেলথ কার্ণিভালের উদ্যোগে প্রায় ৩ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থসেবা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বরিশাল স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. সাইদুর রহমান সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাচিপ সভাপতি প্রফেসর ডা. এম ইকবাল অার্সনাল ও পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ।আরো উপস্থিত ছিলেন, খনিজ সম্পদ বিভাগের সাবেক পরিচালক ড. নেহাল উদ্দিন, পাংশা উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান অালী বিশ্বাস, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল, হাবাসপুর ইউপি চেয়ারম্যান অাব্দুল অালিম প্রমুখ।অালোচনা সভা শেষে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিগণ। এর আগে সকাল থেকে ওই ইউপির শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে জনগণের এ ক্যাম্প করা হয়। এতে ৩৫ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবা দেওয়া হয়।রুবেলুর/এমএএস/এমএস