দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আজ। বছর খানেকের নির্মাণ প্রক্রিয়া শেষে আজ রাতে প্রচারিত হতে যাচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক `একজন মায়াবতী`। প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৯.৩৫ মিনিটে চ্যানেল আই-তে প্রচারিত হবে নাটকটি। `একজন মায়াবতী`র সঙ্গে দর্শকদের পথচলা হোক আনন্দময়।হুমায়ূন আহমেদের পাঠকনন্দিত উপন্যাস `একজন মায়াবতী`। যারা অনেকদিন এ লেখকের নাটক দেখার সুযোগ পাননি, তাদের কথা ভেবেই এটি নির্মাণ করা হয়েছে। নাটকটির নাট্যরূপ দিয়েছেন অরুণ চৌধুরী। পরিচালনা করেছেন মাজহারুল ইসলাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, মামুনুর রশিদ, শহীদুজ্জামান সেলিম, মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি প্রমুখ। ৬০ পর্বের এ নাটকটি সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে।এআরএস/এমএস