আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন ক্রুজ

মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মাঠে নামবেন সিনেটর টেড ক্রুজ (৪৪)। সোমবার আনুষ্ঠানিকভাবে নিজেকে প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে তাঁর। মার্কিন পত্রিকা হিউস্টন ক্রনিকলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে ক্রুজই হবেন প্রথম রিপাবলিকান যিনি নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে যাচ্ছেন। তবে এরই মধ্যে রিপাবলিকান থেকে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন জেব বুশ, র‌্যান্ড পল ও মার্কো রুবিও।ক্রুজের একাধিক উপদেষ্টার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, সোমবার ভার্জিনিয়ার লিবার্টি ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন ক্রুজ। আর সেখানেই নিজেকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করবেন তিনি। পত্রিকাটি আরও জানায়, নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যয় হিসেবে ক্রুজ চার থেকে পাঁচ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।স্পষ্টবাদী ও প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচক হিসেবে পরিচিত টেক্সাসের সিনেটর ক্রুজ। এমনকি এরই মধ্যে ওবামার ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের নিয়েও সমালোচনা শুরু করেছেন তিনি। সম্প্রতি হিলারি ক্লিনটনকে ওয়াশিংটনের দুর্নীতির আক্রা বলে মন্তব্য করেন ক্রুজ। সূত্র : এএফপিবিএ/এমএস