দেশজুড়ে

টাঙ্গাইলে গৃহবধূ খুন : স্বামী-দেবর গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার হামিদপুরে মিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে খুনের অভিযোগে শুক্রবার দুপুরে স্বামী ও দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, হামিদপুর গ্রামের আবেদ আলীর ছেলে ও গৃহবধূর স্বামী স্বপন মিয়া (৩৮) ও দেবর আমজাদ আলী (৩৬)। জানা গেছে, কালিহাতী পৌরসভার হামিদপুর গ্রামের আবেদ আলীর ছেলে মো. স্বপন মিয়ার সঙ্গে একই উপজেলার বড় ইছাপুর গ্রামের মৃত তসুর উদ্দিনের মেয়ে মিনা বেগমের ১০-১১ বছর আগে বিয়ে হয়। সম্প্রতি স্বপন ও মিনা বেগমের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে স্বপন মিয়া ও আমজাদ আলী দুই সন্তানের জননী গৃহবধূ মিনা বেগমকে গলাটিপে হত্যা করে। পরে তারা সেটি আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনার পর শুক্রবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় পুলিশ সন্দেহজনকভাবে মিনা বেগমের স্বামী মো. স্বপন মিয়া ও দেবর আমজাদ আলীকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মিনা বেগমকে গলাটিপে খুন করার কথা স্বীকার করেছে।এ প্রসঙ্গে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আখেরুজ্জামান জানান, গৃহবধূ মিনা বেগমকে শ্বাসরোধে খুন করার কথা স্বপন ও আমজাদ আলী স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর