দেশজুড়ে

খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম অনুসারী গ্রুপ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ হরতালের ডাক দেয়।সমাবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, শুক্রবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীদের দায়ী করেছেন সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম সমর্থকরা।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর