দেশজুড়ে

রাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস সদস্য আটক

রাঙামাটিতে অবৈধ অস্ত্রসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কমান্ডো গ্রুপের সদস্য প্রিয়লাল চাকমা ওরফে মেজর আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার মধ্যরাতে শহরের রাঙ্গাপানি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কমান্ডো গ্রুপের সদস্য প্রিয়লাল চাকমা ওরফে মেজর বাড়িতে অভিযান চালায়। এসময় অবৈধ অস্ত্রসহ আটক করা হয় তাকে।আটক প্রিয়লাল চাকমা স্বীকারোক্তিতে বলেন, সে দীর্ঘ ৯ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের কমান্ডো দলের সদস্য হিসাবে কাজ করছে। জেএসএস এ যোগ দেয়ার পর সে ভারতের ত্রিপুরা ঘাট এলাকায় অস্ত্রচালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া অপর আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের সঙ্গে রাঙামাটি সদর উপজেলায় তিনবার সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।শনিবার জিজ্ঞাসাবাদের পর অস্ত্রসহ আটক প্রিয়লাল চাকমাকে রাঙামাটি কতোয়ালী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনার সত্যতা স্বীকার করেন রাঙামাটি কতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ। তিনি বলেন, আটক প্রিয়লাল চাকমা বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।এফএইচ/জেএইচ