দেশজুড়ে

শরীয়তপুরে ঢাকা বিভাগীয় শিক্ষক সমাবেশ

ছয় দফা দাবিতে শরীয়তপুরে ঢাকা বিভাগীয় শিক্ষক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শরীয়তপুর সদর পৌরসভার আংগারিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক।তিনি বলেন, শিক্ষা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫% প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি ঢাকা বিভাগীয় শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থার বৈষম্য চাই না। আমরা চাই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে আমাদের দেশে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক। এ দেশের সবাই যেন শিক্ষার সমান সুযোগ পায়। তাই প্রধানমন্ত্রী বরাবর শিক্ষা জাতীয়করণ করার দাবি জানাচ্ছি। আবু বকর সিদ্দিক বলেন, কিছু আমলা প্রধানমন্ত্রীর কথা উপেক্ষা করে ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে শিক্ষা জাতীয়করণে বিলম্বিত করছেন। প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি আমলাতান্ত্রিক জটিলতা দূর করে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করেন। যাতে করে বাংলাদেশের মানুষ উপকৃত হয়।তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে  আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সভাপতি মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রব মুন্সী, সহ-সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, আলহাজ্ব আব্দুল মান্নান মাতুব্বর, আলী আসগর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাওছার আলী শেখ প্রমুখ।মো. ছগির হোসেন/আরএআর/এমএস