দেশজুড়ে

কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ : আতংকে বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় আতংকগ্রস্ত হয়ে হাজেরা বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।রোববার সন্ধ্যায় উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে সোলায়মান নামে একজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।পুলিশ জানায়, শুক্রবার বোরো ধানের চারা চুরি করাকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মস্তু মিয়া ও বর্তমান ইউপি মেম্বার লাইস মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে আজ সন্ধ্যার দিকে দু`পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।অষ্টগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।তিনি আরও জানান, সংঘর্ষের সময় ভয়ে বৃদ্ধা হাজেরা বেগমের মৃত্যু হতে পারে। তবে তার মরদেহ ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।নূর মোহাম্মদ/এফএ/এমএস