দেশজুড়ে

নেত্রকোনায় নদী দখল মুক্ত করতে অভিযানের সিদ্ধান্ত

নেত্রকোনা জেলা নদী রক্ষা কমিটির উদ্যোগে জেলার সকল নদ-নদীর প্রকৃতিগত অবস্থান ও নদী রক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নদী দখল মুক্ত করতে অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়।সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিটির সদস্য মো. আলাউদ্দীন। সভার শুরুতে জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান ভিডিওচিত্রের মাধ্যমে নেত্রকোনার প্রধান নদী মগড়াসহ প্রধান নদ-নদীর বর্তমান হাল অবস্থা, দখল এবং উচ্ছেদে প্রশাসনের কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। পরে নেত্রকোনার দখলকৃত নদ-নদী থেকে অবৈধ উচ্ছেদ, নদী খনন ও সংরক্ষণ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার। এ ছাড়া আলোচনায় অংশ নেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু তাহের, নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এএস কামরুল ইসলাম শাহীন, জেলা নদী রক্ষা কমিটির সদস্য শ্যামলেন্দু পাল, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুইয়া এবং খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদার শোয়েব প্রমুখ। কামাল হোসাইন/এএম/পিআর