দেশজুড়ে

১০ লিটার মদসহ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ লিটার মদসহ হাফিজুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের একটি চা স্টল থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজুল ইসলাম উপজেলার বাতিয়ারপাড়া গ্রামের জামাল উদ্দিন ব্যাপারীর ছেলে।শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৈয়ব আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গারাদহ এলাকা থেকে মাদক ব্যবসায়ী হাফিফুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি