দেশজুড়ে

বান্দরবানে ৮ বসতঘর পুড়ে ছাই

বান্দরবানে পৃথক দুটি ঘটনায় আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে নিউ গুলশান ও বালা ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে ।স্থানীয়রা জানান, দুপুরে নিউ গুলশানের রামপ্রসাদের বাসায় পূজা করার সময় ধূপের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে ৭ ঘর পুড়ে ছাই হয়ে যায়।ফায়ারসার্ভিস কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বালাঘাটার চড়ইপাড়া এলাকায় আরো একটি ঘর পুড়ে যায় ।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এমজেড/আরআই