দেশজুড়ে

গ্রামীণ ব্যাংকে ডাকাতির ঘটনায় মামলা

নড়াইলে গ্রামীণ ব্যাংক মাইজপাড়া শাখায় ডাকাতির ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার শাখা ব্যবস্থাপক বাদী এই মামলা দায়ের করেন।এদিকে, এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রাতে দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনা তদন্তে দ্রুত অগ্রগতি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।ব্যাংকের শাখা ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, রোববার বিকেল ৪টার দিকে পাঁচজন যুবক ব্যাংকের ভেতরে প্রবেশ করে পিস্তল উঁচিয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ ৮ কর্মকর্তা-কর্মচারীকে সবাই জিম্মি করে প্রায় ২৫ হাজার টাকা, সাতটি মোবাইল ও ব্যাংকের দুই মাঠ কর্মীর দুইটি মোটরসাইকেল ছিনিয়ে পালিয়ে যায়। হাফিজুল নিলু/এআরএ/আরআইপি