নানা অনিয়ম ও দুর্নীতির কারণে মাগুরা-মহম্মদপুর সড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। দীর্ঘ ১৫ কিলোমিটার রাস্তার সব জায়গাই খানাখন্দে ভরে গেছে। সড়ক বিভাগও রাস্তাটির সংস্কার হচ্ছে হবে বলে কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর। এদিকে দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় চরম অসুবিধা পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। স্কুল কলেজের ছাত্রছাত্রী সঠিক সময়ে পরীক্ষা ও ক্লাস ধরতে পারে না।অপরদিকে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে আনতে হলে চরম ভোগান্তি পোহাতে হয় স্বজনদের।বাসচালক রবিউল হোসেন জাগো নিউজক জানান, বাসে মাগুরা সদর থেকে মহম্মদপুর পৌঁছাতে প্রায় সারাদিন কেটে যায়। এ সড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনাসহ ডাকাতির ঘটনা ঘটে। সন্ধ্যার পর রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না।এ বিষয়ে মাগুরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুন নবী তরফদার জাগো নিউজকে জানান, ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কারের জন্য দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে ফলে আগামী জুনের মধ্যে রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে।তবে বর্ষা মৌষুমের আগেই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।আরাফাত হোসেন/এফএ/পিআর