দেশজুড়ে

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত এক

নওগাঁ সদরে  ট্রলির চাপায় এক মটরসাইকেল আরোহী বাচ্চু হোসেন(৩৫)নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বক্তারপুর ইউনিয়নের সামনে চাকলা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু হোসেন সদর উপজেলার তিলকপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, নিহত বাচ্চু হোসেন পেশায় গুড় ব্যবসায়ী। বাচ্চু হোসেন ও একই এলাকার বাসিন্দা ভোলানাথের সঙ্গে মোটরসাইকেলযোগে নওগাঁ শহর থেকে তিলকপুরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বক্তারপুর ইউনিয়নের সামনে চাকলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই বাচ্চু হোসেন মারা যান। এসময় ভোলানাথ গুরুতর আহত হন। ভোলানাথকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএই্চএ/পিআর