সাহিত্য

নাজমুল হক বাপ্পীর একক চিত্র প্রদর্শনী অনন্তযাত্রা

নাজমুল হক বাপ্পীর একক চিত্র প্রদর্শনী অনন্তযাত্রা

তরুণ নাট্যনির্মাতা ও চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী প্রতিনিয়ত সময়ের চিহ্ন খুঁজে বেড়ান। তার ছবিতে ফুটে ওঠে চলমান জীবনের চিত্র। সেসব ছবি ইতিহাস বদলায়, কিছু মানুষকে স্বপ্ন দেখায় আর কিছু মানুষকে বাকরুদ্ধ করে। এমন ছবি নিয়ে আয়োজন করা হয়েছে "অনন্তযাত্রা" শীর্ষক নাজমুল হক বাপ্পীরর নবম একক চিত্র প্রদর্শনী। আগামী ২৭ জানুয়ারি (শুক্রবার) থেকে ধানমন্ডির আঁলিয়াস ফ্রাসেস এ উদ্বোধন হতে যাচ্ছে এ একক চিত্র প্রদর্শনী। ‘অনন্তযাত্রা’ শীর্ষক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত চিত্র শিল্পী মুস্তফা মনোয়ার।  এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ,চিত্রশিল্পী প্রফেসর নাসরিন বেগম, জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠ শিল্পী তাহসান খান, জাকির হোসাইন (অতিরিক্ত কমিশনার ভ্যাট ও কাস্টমস্) আবু তাহের,চেয়ারম্যান (ফরচুনা গ্রুপ) এবং সৈয়দ উর রব, (সভাপতি আমেরিকান সংবাদ সংস্থা)। প্রদর্শনীটি চলবে ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।এনই/এইচএন/পিআর

Advertisement