দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ বিএনপি থেকে বহিষ্কার হওয়ার ১৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগে যোগদান করেছেন।এ সময় তার অনুসারী বিএনপির সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।মঙ্গলবার বেলা ১১টার দিকে পাকের হাট ডিগ্রি কলেজ জাতীয়করণ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোদাদান করেন চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ।এর আগে সোমবার রাতে দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান মিন্টু ও হাসানুজ্জামান উজ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম